হাতের তালুতে দু – এক ফোঁটা জল নিয়ে ওঁ বিষ্ণু ‘ মন্ত্রে পান করবেন । মােট তিন বার এইভাবে জল পান করতে হবে ।
তারপর করজোড়ে বলবেন
ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্ । ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতােহপি বা । যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ।। ওঁ বিষ্ণু ” ওঁ বিষ্ণু ” ওঁ বিষ্ণু = >>
মস্তকে তুলসী রেখে বলবেন :
নমঃ তুলসী দর্শনে পুণ্য স্পর্শনে পাপ নাশন স্মরণে তির্থানি ভক্তিমে মুক্তি লক্ষণ নমঃ
মনসা ধ্যান :
ওঁ দেবীমন বামহীনাং শশধর বদনাং চারুকান্তি বদান্যাং হংসারুঢ়া উদারাং সুললিত নয়নাং সেবিতা সিদ্ধিকামৈঃ । স্মেরাস্যাং মণ্ডিতাঙ্গীং কণক মণি গণৈর নাগ ররৈনেকৈর বন্দেহহং সাষ্টনাগম উরু কুচ যুগলাং ভােগিনীং কামরূপাং ।
মনসা অঞ্জলি :
১ ) আস্তিকস্য মুনের মাত জগৎ আনন্দকারিনী । এহেহি মনসাদেবী নাগমাতা নমােহস্তুতে । -এসাে স্ব চন্দন বিল্বপত্র পুস্পাঞ্জলি ওঁ শ্রী মনসা দেবিভ্যই নমঃ ।।
২ ) আগচ্ছে বরদা দেবী সর্ব কল্যাণ কারিনী । সর্পভয় বিনাশিনী মনসা দেবী নমােহস্তুতে । -এসাে স্ব চন্দন বিল্বপত্র পুস্পাঞ্জলি ওঁ শ্রী মনসা দেবিভ্যই নমঃ
৩ ) আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা । জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমােহস্তুতে । এসাে স্ব চন্দন বিল্বপত্র পুস্পাঞ্জলি ওঁ শ্রী মনসা দেবিভ্যই নমঃ ।।
প্রণাম মন্ত্রঃ
আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা । জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমােহস্তুতে ।।
দেবী মনসার বারােটি নাম :
জরৎকারু , জগৎগৌরী , মনসা , সিদ্ধযােগিনী , বৈষ্ণবী , নাগভগিনী , শৈবী , নাগেশ্বরী , জরৎকারুপ্রিয়া , আস্তীকমাতা , বিষহরী ও মহাজ্ঞানযুতা-
এই দ্বাদশ নামে দেবীর কোন রূপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে , বলুন তাে ? একদম ঠিক , এই বারােটি নাম স্বয়ং দেবী মনসার । স্তোত্রে বলা হয়েছে ,
জরৎকারুজগদগৌরী মনসা সিদ্ধযােগিনী । বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী তথা ।। জরৎকারুপ্রিয়াস্তীকমাতা বিষহরীতি চ । মহাজ্ঞানযুতা চৈব সা দেবী বিশ্বপূজিতা ।। দ্বাদশৈতানি নামানি পূজাকালে চ জঃ পঠেৎ । তস্য নাগভয়ং নাস্তি তস্য বংশােদ্ভবস্য চ ।।
দেবী মনসার এই বারােটি নামে সমগ্র বিশ্বে পূজিতা । পূজাকালে এই বারােটি নাম স্মরণ করলে স্মরণকারী নিজে বা তাঁর বংশের সকলে সর্পভয় থেকে মুক্ত থাকেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।