
আজকাল সব জায়গায় কিউআর কোডের দেখা মেলে, রিয়েল এস্টেটের তালিকা, টিভি বিজ্ঞাপন, সোশাল মিডিয়া পোস্ট এমনকি রেস্তোঁরার মেনুতে। বিশেষজ্ঞরা বলছেন, এই বহুল ব্যবহারই ডেকে আনতে পারে বিপদ। কোভিড মহামারীতে কিউআর কোডের ব্যবহারে বেড়েছে অনেক।
ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন রেস্তোঁরা হাতে হাতে মেনু পৌঁছানোর বদলে তুলে দিয়েছে কিউআর কোড। সেটি মোবাইল ফোনের অ্যাপ দিয়ে স্ক্যান করে নিজের ফোনের পর্দাতেই মেনু দেখা সম্ভব। আর এসব কারণেই নড়েচড়ে বসছে সাইবার অপরাধীরা,
দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই প্রযুক্তিকে কাজে লাগাতে শুরু করেছে। স্ক্যামাররা নিজেরা ক্ষতিকারক কিউআর কোড তৈরি করছে যা গ্রাহকের অজান্তেই বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সিনেট। এইসব তথ্যের মধ্যে রয়েছে ব্যাংকিং বা ব্যক্তিগত তথ্যের মতো বিষয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।