মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নিজস্ব ম্যাকওএস ফাইল অপর মার্কিন টেক জায়ান্ট গুগলের ড্রাইভে আপলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ফাইল আপলোড করার সময় কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিচ্ছে গুগলের এই ক্লাউড সেবাটি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই নতুন জটিলতা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন এক ব্যবহারকারী। ড্রাইভে ‘.DS_Store’ আপলোড করার চেষ্টা করায় তাকে কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিয়েছে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু ওই ব্যবহারকারীই নন, জানুয়ারি মাসেও এমন বিভ্রাটে পড়েছেন অনেক ম্যাকওএস ব্যবহারকারী।

‘.DS_Store’ আদতে একটি মেটাডেটা ফাইল যা ম্যাকওএস থেকে উইন্ডোজ বা লিনাক্সের মতো ভিন্ন কোনো অপারেটিং সিস্টেমে স্থানান্তরের সময় অ্যাপল ব্যবহারকারীদের সামনে আসে। এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে ম্যাকওএস। তবে প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটারের ধারণা, কপিরাইট করা ফাইল এবং অন্যান্য ফাইলে একই হ্যাশ থাকার ফলে এই বিভ্রাটের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 

কলমকথা/সাথী