মহাকাশ থেকে ছবি পাঠানো শুরু করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নির্মিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব। তবে টেলিস্কোপটির আয়নাগুলোর সমন্বয় হয়নি এখনও।

‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’-এর মূল আয়নার ১৮টি অংশের সমন্বয় না হওয়ায় ছবিতে একই নক্ষত্রের প্রতিবিম্ব ধরা পড়েছে ১৮টি ভিন্ন ভিন্ন কোণ থেকে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) টেলিস্কোপটির তোলা প্রথম ছবি প্রকাশ করেছে নাসা। নাসার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আয়নার সবগুলো অংশের সমন্বয় করা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, আয়নার ভিন্ন ভিন্ন অংশের সমন্বয়ের কাজ হলে এক ছবিতে এইচডি ৮৪৪০৬ নক্ষত্রটির ১৮টি আলাদা প্রতিচ্ছবি থাকবে না, সবগুলো একীভূত হয়ে ফুঁটে উঠবে একটি নক্ষত্রের ছবি। আয়না সমন্বয়ের কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগবে নাসার। প্রথম ছবিগুলোকে প্রাথমিক অবস্থায় অতিগুরুত্বপূর্ণ মনে না হলেও আয়নার ভিন্ন ভিন্ন অংশ সমন্বয়ের খাতিরেই গুরুত্ব পাচ্ছে ছবিগুলো। আয়নার সমন্বয় এবং সেন্সরগুলো চালু হলে মহাকাশের আরও পরিষ্কার ছবি দিতে পারবে টেলিস্কোপটি।