দীর্ঘ বিরতির পর ফের পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে। ৮ বছর পর লোগো পরিবর্তন করেছে গুগল ক্রোম। রোববার (৬ ফেব্রুয়ারি) গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানিয়েছেন গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু।

জানা গেছে, গুগল ক্রোমের লোগোতে যে ৩টি রঙ ও মাঝখানের নীল রঙয়ের বৃত্তটি রয়েছে সেটি আগের তুলনায় এখন আরও উজ্জ্বল। এছাড়া আগের লোগোতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল নতুন লোগোতে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে। বিশ্বের টেক জায়েন্টের অন্যতম গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে।

তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে কিছু বদল ঘটলেও মূল রূপ একই থাকে। এতদিন পর্যন্ত ওই লোগোটিই ব্যবহার করা হচ্ছিল।

 

 

কলমকথা/বি সুলতানা