যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা মাস্কের সঙ্গেও পরা যাবে এমন একটি ফিটনেস ডিভাইস তৈরি করেছেন। নতুন এই স্মার্ট সেন্সর প্লাটফর্মকে বলা হচ্ছে মুখের জন্য ফিটবিট বা ফেসবিট।

ক্ষুদ্র চুম্বকের সাহায্যে হালকা ওজনের সেন্সরটি ‘এন৯৫’ বা সার্জিক্যাল ফেস মাস্কের সঙ্গে সংযুক্ত করা যাবে। এটি ব্যবহারকারীর রিয়েল-টাইম শ্বাস-প্রশ্বাস, হার্ট রেট মাস্ক পরিধানের সময়থেকেই হিসাব রাখতে পারবে।

এই সমস্ত তথ্য স্মার্টফোন থাকা অ্যাপে পাঠিয়ে দিবে ডিভাইসটি। রিয়েল-টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য অ্যাপটিতে আছে ড্যাশবোর্ড। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর মানসিক অবস্থা কেমন হতে পারে সেই বিষয়ে পূর্বাভাসও দিতে পারবে মাস্কটি। প্রকৌশলীরা আশা করছেন করোনা সময় এটি বেশ কাজে আসবে।

 

কলমকথা/বি সুলতানা