ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু চলছে ।রাশিয়া প্রথমে হামলা শুরু করেছে এরপর থেকে তাদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করেই যাচ্ছে বহির্বিশ্ব। ক্রীড়াজগতেও চাপে পড়েছে দেশটি। বিশ্বকাপ বাছাইতে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে সুইডেন, পোল্যান্ড,চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ডের মতো দেশ।
এবার ফিফা জানিয়েছে, ‘রাশিয়াকে বহিষ্কারের বিষয়েও ভাবনা আছে তাদের। গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, সহিংসতা কখনোই একটা সমাধান নয়, আর ইউক্রেনে বর্তমানে যা ঘটছে তাতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহমর্মিতা জানাচ্ছে ফিফা।
সংস্থাটি বলছে, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, উয়েফা ও অন্য ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে ফিফা আলাপ চালিয়ে যাচ্ছে। যাতে আরও কী নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলবে, সব ধরনের প্রতিযোগিতা থেকে তাদের বহিষ্কার করে দেওয়াটাও থাকবে ভাবনায়, যা নিকট ভবিষ্যতেই আরোপ করা হতে পারে, যদি না শিগগিরই পরিস্থিতি উন্নতির দিকে এগোয়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।