ফের বাঘের গর্জন শুনেছে বিশ্ব। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারালো টাইগাররা। এবারের সফরে অনেক অনিশ্চয়তা আর বিতর্কের পরও ঐতিহাসিক জয় পেয়েছে তামিম বাহিনী।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার (১৮ মার্চ) টস হেরে ব্যাট করে নেমে শুরুটা ভালোই এনে দেন দুই ওপেনার তামিম-লিটন। এরপর সাকিব-ইয়াসিরের ঝড়ো ইনিংস এবং শেষে মাহমুদউল্লাহ, মীরাজ এবং আফিফদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই শরিফুল এবং এরপর তাসকিনের জোড়া আঘাতে মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর অধিনায়ক ভুমা ও ভ্যান ডার ডুসনের বিপদজনক জুটিকে থামান শরিফুল। ভুমার পর মাঠে নামা ডেভিড মিলার এবং ভ্যান ডার ডুসন প্রোটিয়াদের জয়ের স্বপ্ন দেখানো শুরু করলে ফের আঘাত হানেন তাসকিন। অপরপ্রান্ত আগলে রাখা আগ্রাসী মিলারকে ফিরিয়ে দেন মেহেদী। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও জয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো বিপদ ঘটাতে পারেনি প্রোটিয়াদের ব্যাটাররা। টাইগারদের রান পাহাড়ে চাপা পড়লো দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।