রোমাঞ্চকর ম্যাচ জয় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন করিম বেনজিমা।
পিএসজিকে প্রথমার্ধে এগিয়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার (১০ মার্চ) রাতে ফিরতি লেগে ৩-১ গোলে জিতে শেষ আটে উঠল রিয়াল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি।
দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় পরের ধাপে গেল কার্লো আনচেলত্তির দল। শেষ পর্যন্ত প্রচুর অর্থ ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হলো পিএসজিকে। শিরোপা স্বপ্ন তাদের অধরাই হয়ে থাকলো।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।