মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থকরা। উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমর্থকরা আবার মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় আর্জেন্টিনা সমর্থকদের হাতে পতাকা, বাঁশিসহ রঙ বেরঙ এর ফেস্টুন দেখা যায়। এসময় নন্দীগ্রামের মাটি আর্জেন্টিনার ঘাঁটি, শিরায় শিরায় রক্ত আর্জেন্টিনার ভক্ত, এসব স্লোগানে মুখরিত থাকে সমর্থকরা। ফাহিম রহমান স্বপ্নের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির উপদেষ্টা জি আর সৈকত উদ্দীন ও আবু তৌহিদ রাজিব বলেন এবার কাতার বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা বিজয়ী হবে এবং কাপ নিবে। আর্জেন্টিনা বিজয়ী হলে নন্দীগ্রামের মাটিতে খাসি জবাই করে সমর্থকদের খাওয়ানো হবে।
উল্লেখ্য, কাতারে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর। খেলাকে কেন্দ্র করে দেশব্যাপী ভক্ত-সমর্থকদের মধ্য শুরু হয়েছে আনন্দ-উল্লাস। সমর্থকরা তাদের প্রিয় দলের পক্ষে পতাকা তৈরি সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক কাজ করে চলছে। তারই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে নন্দীগ্রামে আনন্দ শোভাযাত্রা করেন সমর্থকরা। এসময় নন্দীগ্রাম উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদের সদস্যবৃন্দ ও আর্জেন্টিনা প্রেমি-ভক্ত সমর্থকরা উপস্থিত ছিলেন।