

দীর্ঘদিন ধরেই টেস্ট ফরম্যাটে ভালো করতে পারছে না টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভাল করতে চায় মুমিনুলরা। আগামীকাল (২৬ নভেম্বর) থেকে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।
কিন্তু এই সিরিজে নেই সিনিয়র ক্রিকেটারদের বড় অংশ। যার কারণে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। তার আগে সংবাদ সম্মেলনে উঠে আসে ইনজুরিতে থাকা সাকিব, তামিম, তাসকিন আহমেদদের প্রসঙ্গে।
সেখানেই হতাশা ঝরেছে মুমিনুলের কণ্ঠে। মুমিনুল বলেন, ‘অধিনায়কদের জন্য এটা চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-২০র চিত্র আলাদা।
কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। অধিনায়ক হিসেবে আমার জন্য অবশ্যই এটা হতাশাজনক।’

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।