বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ক্রিস গেইল বিশ্বনন্দিত। স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ নামেই সমাদর পান সর্বত্র। তবে খেলোয়াড়ের জীবন তো আর সবসময় এক রকম যায় না। ৪২ বছর বয়সী এই কারিবীয়রও ব্যাটে সেই ঝড় নেই।

ফরচুন বরিশালের হয়ে এ মৌসুমে এখনো বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি গেইল।

তাই প্রশ্ন উঠেছে, তিনি এখন দলের বোঝা কি না? দলটির ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম তেমনটা মনে করেন না, ‘আমরা ওঁকে বোঝা মনে করি না। আমরা সবাই জানি একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন তিনি। এটা ঠিক যে গেইল রান না করলে তার কাছ থেকে আপ কিছু পাওয়ার থাকে না। ফিল্ডিংয়ে লুকিয়ে রাখতে হয়। তবু তার সামর্থের ওপর ভরসা আছে আমাদের। ’

 

কলমকথা/বি সুলতানা