আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
তৃতীয় দিনে শান্ত-জাকিরের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দিনের খেলা ঘণ্টা পেরোতেই রানআউটে ৭১ রানে কাটা পড়েন জাকির। তবে অপরপ্রান্তে নিজের ব্যাট চালিয়ে যান শান্ত। তুলে নেন টেস্ট ক্রিকেট নিজের চতুর্থ শতক।
শান্তর আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৪০০ রান। রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৮ রান। ব্যাটিংয়ে আছেন শান্ত ও মমিনুল হক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।