
কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ
কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। কয়েকদিন আগেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও ছিল ভালো কিছুর আভাস।
কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। ৩০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে গেছে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে। কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ? সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জবাবে বললেন, ভুলগুলো সবাই দেখেছে।
তিনি বলেছেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে। যে ভুলগুলো করেছি সেগুলো আমরাও জানি, আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। এখন এসব শুধরে ভালোভাবে কামব্যাক করবো বলে আশা করছি। ’
জিম্বাবুয়ে একাদশে গতকাল প্রথম ৬ ব্যাটারই ছিল ডানহাতি। যাদের বিপক্ষে দারুণ কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে নেওয়া হয়নি কোনো বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়েকে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেছেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা, তারা দুজনও ছিলেন ডান হাতি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।