সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। যেখানে নেই সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট লিমিটেড।

হকির বিপিএলে ‘মোনার্ক পদ্মা’ নামে দল পাওয়া সাকিবের ব্যবসাপ্রতিষ্ঠানটি ক্রিকেটেও ফ্রাঞ্চাইজি স্বত্ব পেয়ে যাবে ধারণা করেছিলেন অনেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত সাকিবের মোনার্ক পদ্মা বিপিএলে ফ্রাঞ্চাইজি স্বত্ব পায়নি। আগামী তিন আসরের জন্য সাত ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কারা থাকবে ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

রোববার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন যুক্ত হয়েছে রংপুর বিভাগ। রংপুর দলটির স্বত্বাধিকারী বসুন্ধরা গ্রুপ।

জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলে স্বত্ব পেতে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান আবেদন করেছিল। তার থেকে সাতটি ফ্রাঞ্চাইজিকে মনোনীত করা হয়।
সাত দল হলো— বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লিজেন্ডস লিমিটেড।