মিশন টি-২০ বিশ্বকাপ পূর্ণ করে ফেলেছে অস্ট্রেলিয়া। এবার অজিদের নিজরে দেশের মাঠে অ্যাসেজ সিরিজ। গতকাল বুধবার (১৭ নভেম্বর) অ্যাসেজের প্রথম দুইটি টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৮ ডিসেম্বর গাব্বার শুরু হবে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে। এক নজরে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড : টিম পেইন (অধিনায়ক),
প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নাথান লিয়ন, মাইকেল নাসের, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।