ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৩ মে) বিকালে শেখ রাসেল মিনি স্টুডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ ১৭) এর শুভ উদ্বোধন করেন- প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথী ছিলেন- মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম।
এছাড়াও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ও আবুল হোসেন,আবুল কাশেম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যা, যুব-উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন ও নজরুল ইসলাম,পৌর কমিশনার ইসাহাক আলী,আবু তালেব,মতিউর রহমান,রুহুল আমিন ও হালিমা আক্তার ডলি, রাণীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সভাপতি ফারুক আহাম্মেদ সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম (প্রমুখ)৷
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷ উদ্ভোধনী খেলায় অংশ নেন নেকমরদ ইউনিয়ন সঙ্গে পৌরসভা এবং ধর্মগড় ইউনিয়নের সাথে নন্দুয়ার ইউনিয়ন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।