মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সান্তাহার পৌরসভা মেয়র ও পৌর ক্রিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা ক্রীড়া সম্পাদক খন্দকার নাজমুল হুদা, পৌর ক্রীড়া সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল প্রমূখ।

সভার শেষে বেলা ১টায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বঙ্গবন্ধু গোল্ডকাপ টি২০ ক্রিকেট খেলার উদ্বোধন করেন। এ খেলায় সোহাগ ফাউন্ডেশনের আয়োজনে ১২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় তালাশ একাদশ ১০ রানে শামিম একাদশকে হারিয়ে বিজয়ী হয়।