কবিতাঃ ঘুরে দাঁড়াও একটিবার
কবিতাঃ ঘুরে দাঁড়াও একটিবার রাকিবুল ইসলাম জুয়েল চোখ থাকিতেও তোমরা অন্ধ, রেখেছ দরজা জানালা সব বন্ধ। শিক্ষার নামে চলছে ব্যঙ্গ প্রহসন, ধমনী কেটে চলছে রক্ত শোষণ। রেখেছ মনকে মাটির খাঁচায় বন্দি, করেছ সবে অন্যায়ের সাথে সন্ধি। বেঁচে দাও, বেঁচে দাও আপন সত্তা, না হয় প্রকাশ্যে কর নিজেকে হত্যা। রাস্তায় পরে থাকা লাশ দেখে যদি, […]