বঙ্গবন্ধু ও বাংলাদেশ : সমান্তরালে ধ্বনিত প্রতিচ্ছবি
যেখানেই যাও তুমি, এই বাংলার আকাশ, নিসর্গ প্রকৃতি, কুলকুল শব্দে বয়ে চলা জলের ধারা, বাংলার প্রতিটি অর্জন, বাংলার প্রতিটি গৌরব শেখ মুজিবের কথা বলে, এখানে শেখ মুজিব চির অম্লান, সদা জাগ্রত। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর ভাগীরতী নদীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হওয়ার সাথে সাথে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ ১৯০ বছর […]