জেনে নিন দাঁত শিরশির করার কারণ!
বিভিন্নভাবে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে। দাঁতের অতিসংবেদনশীলতার কারণ: ক) জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে। খ) […]