পাঁচ রিংগিতের অর্ন্তবাস চুরির অপরাধে বাংলাদেশীর কারাদণ্ড
অভিযোগ অনুযায়ী, হোসেন নামে একজন বাংলাদেশী ৫৭ বছর বয়সী নারীর ৫ রিংগিত মূল্যের একটি অন্তর্বাস চুরি করার অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে। গত ৭ জুন বিকেল ৩.৩০ মিনিটে মেলাকা টেঙ্গা জেলার তামান হিলির কোটা ১, জালান মের্দেকার একটি বাড়িতে এই অপরাধ সংঘটিত হয়। তথ্য সূত্রে জানা যায় ঐই বাংলাদেশী, দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধির ৩৭৯ ধারা […]