খানসামার পাকেরহাটে জমে উঠছে ঈদের কেনাকাটা
করোনা সংক্রমণের কারণে দুই বছর কঠোর বিধিনিষেধে ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবন। করোনার আঘাতে ম্লান হয়ে যায় ঈদের আনন্দও। এ বছর করোনা প্রাদুর্ভাব কমে যাওয়ায় জীবনযাত্রায় ফিরেছে স্বাভাবিক ছন্দ। বিধিনিষেধ না থাকায় আগেভাগে কেনাকাটা জমে উঠতে শুরু করেছে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের বিপণিবিতানে। সরেজমিনে উপজেলার গ্রামীণ শহর পাকেরহাট কাচিনীয়া, খানসামা হাট এলাকার বিপণিবিতানসহ মার্কেটে দেখা […]