শরৎ ৭১ বগুড়া জেলা শাখার আগামী ছয় মাসের কমেটি অনুমোদন
সৈয়দ মাহামুদ শাওন,(নিজস্ব প্রতিনিধি) : মানবিক সংগঠন শরৎ৭১ এর সারাদেশব্যপি সুদুরপ্রসারি সম্প্রসারনের জন্য অঞ্চলে অঞ্চলে কমিটি গঠনের সুষ্ঠু কার্যক্রম চলমান। ইতোমধ্যে সংগঠনটি বগুড়া জেলার জন্য তাদের কমিটি আত্নপ্রকাশ করেছে। বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এমন একটি গুরু দায়িত্ব লাভ করে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন-অসহায়,দুস্থ মানুষের পাশে থেকে তাদেরকে নতুন […]