গৌরীরূপে আসছেন চুমকি
বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী নাজনীন হাসান চুমকিকে এবার গৌরীরূপে একটি নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকের নাম ‘গৌরী’। এর গল্প ভাবনা সোহাগ আহমেদের এবং রচনা করেছেন স্বাধীন শাহ। নাটকটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এরইমধ্যে নাজনীন চুমকি নাটকটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন। নাটকে গৌরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজনীন চুমকি বলেন, ‘বাংলাদেশের নারীদের একা জীবন যাপনের যে চলনটা এবং সেই জীবনযাপনে […]