‘সাঁতাও’ চলচ্চিত্রে রানওয়ের সেই ‘রুহুল’ কে দেখা যাবে
নন্দিত নির্মাতা প্রয়াত তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্রের অভিনেতা ফজলুল হককে দেখা যাবে এবার খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’-এ। ‘রানওয়ে’ চলচ্চিত্রের ‘রুহুল’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সাঁতাও চলচ্চিত্রে ‘ফজলু’ নামের চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন আইনুন পুতুল। ছবির কাহিনী সম্পর্কে ফজলুল হক জানান, এতে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠির […]