‘আত্মবিশ্বাস’ ঝাপসা হয়ে আসছিলো
জেরিন রহমান অনেক আলোতে সব ঘুটঘুটে লাগতো। এইতো কিছুদিন আগের কথা। করোনাকালীন প্রথম ছয়মাস আনন্দে কাটলেও পরবর্তীতে প্রভাব পড়েছে সম্পূর্ন ভিন্ন। সাপোর্ট করা মানুষগুলোকে কেমন আলগোছে লেগেছে। অসম্ভব অনিয়ম আর বেকারত্বও কারণ ছিলো। আমি সবসময় ছুটতে এবং কাজের ভেতর থাকতে পছন্দ করতাম। হঠাৎ দীর্ঘ সময় কাজহীন, খাপছাড়া হয়ে গেছিলো সব। সংগঠন, পড়াশোনা, কবিতা আবৃতি, গান, […]