থানার ওসিকে বিদায় দিলেন চিতলমারী বাসি
মীর শরিফুল হক ছিলেন একজন সদালাপী কর্মকর্তা।অপরাধীদের কাছে ছিলেন আতংক।নিরপেক্ষতা ছিল তার ধর্ম।তিনি আজ বদলী জনিত কারনে চিতলমারী থেকে নড়াইলে চলে যাচ্ছেন।তিন ছিলেন সাহিত্যপ্রমী,আবৃতি করতেন খুবই চমৎকার ও সাবলীল। ওসি মীর শরিফুল হককে বিদায় সংবর্ধনা জানানোর প্রতিকৃয়ায় সন্তোযপুর ইউনিয়নের উমাজুড়ির ইউপি সদস্য শ্রীবাস রায় বলেন, একজন সৎ, নির্ভিক অফিসারকে বিদায় দিলাম,আমরা আপনার ও আপনার পরিবারের […]