অতিরিক্ত বমির কারণে সব দাঁত উঠে গেছে অন্তঃসত্ত্বার
গর্ভাবস্থার প্রথম দিকে বমি বমি ভাব ও বমি করা (মর্নিং সিকনেস) সাধারণ একটি বিষয়। কিন্তু এই সাধারণ ঘটনাই যুক্তরাজ্যের এক নারীর কাছে ভয়াবহ হয়ে উঠেছে। গর্ভাবস্থায় অতিরিক্ত বমি করার কারণে লুইস কুপার নামের ওই নারীর সব দাঁত তুলে ফেলতে হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী লুইস কুপার এরপরে আরও সন্তানের জন্ম […]