হিন্দু ধর্মে নরকের বর্ণনা কেমন?
মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এক সময়ে জন্ম নিয়েছিল স্বর্গ বা নরকের ধারণা। দেবতারা স্বর্গে থাকেন, সেখানে গিয়ে জুটতে পারে পুণ্যবানদের আত্মা। তা হলে পাপীদের কী হবে? এই ভাবনা থেকেই জন্ম নেয় নরক। শুধু সনাতনী হিন্দু ধর্ম নয়, খ্রিস্ট, ইসলাম, বৌদ্ধ প্রভৃতি বিভিন্ন সংস্কৃতিতেও নরক বিরাজ করছে স্বমহিমায়। হিন্দু ধর্মে […]