সন্তানকে কীভাবে ব্যবহারের সৌন্দর্য শেখাবেন
আজকাল অনেক মা-বাবারা আদরে আদরে সন্তানদেরকে ভদ্রতা শেখাতে ভুলে যান। শাসন বলতে কী, তা বাচ্চাদের তেমন একটা বুঝতে হয়না। এর নেপথ্যে আছে মা-বাবার কর্ম ব্যস্ততা এবং বাচ্চারা একা একা বড় হওয়া। কিংবা দাদা-দাদী বা নানা-নানীর কাছে আদরে-আবদারে-আহলাদে বড় হওয়া। ছোট বয়সে এসবে খুব একটা ফারাক বুঝা না গেলেও সমস্যাটা চোথে পড়ে বয়স একটু বাড়ার পর। […]