উপমহাদেশের খ্যাতনামা লেখক সাদত হাসান মান্টো
উপমহাদেশের খ্যাতনামা লেখক, সবচেয়ে পঠিত এবং বিতর্কিত সাহিত্যিক সাদত হাসান মান্টোর জন্মবার্ষিকী ছিল গত ১১ মে। ১৯১২ সালের এই দিনে তিনি পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাম্বরালায় জন্মগ্রহণ করেন। বাবা গুলাম হাসান ছিলেন সাবজজ। তাঁরা কাশ্মীরী মুসলমান। তাঁর মায়ের নাম সর্দার বেগম বা ছোটি বেগম। ১৯৩৪ সালে মান্টোর প্রথম লেখা অমৃতসরের সাপ্তাহিক ‘খল্ক’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম […]