নীলফামারী ডোমারে ফিলিং স্টেশনগুলোতে নেই অকটেন পেট্রোল
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জ্বালানী তেলের মজুদ না থাকার অজুহাতে বিক্রি বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশনগুলো। (৮মে) সকালে ডোমার উপজেলায় অবস্থানরত ৪টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে দেখা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল না থাকার অজুহাতে তেল প্রদান মেশিনগুলো কালো কাপড়ে ঢেকে তেল নেই লেখা সংকবলিত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন ফিলিংস্টেশন কতৃপক্ষ। খানাবাড়ীর ম্যাক্স […]