মুদির দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক দুই
মো: নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ মুদির দোকানে মাদকদ্রব্য বিক্রির অপরাধে ফাওমিদ রতন (২৯) এবং বাদশা আলমগীর জয় (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর শহরের প্রস্তমপুর মহল্লার মৃত. খলিলুর রহমানের ছেলে ফাওমিদ রতন ও একই মহল্লার মৃত. মসফিকুর রহমানের ছেলে বাদশা আলমগীর […]