সাবধান ডেটিং অ্যাপে, প্রতারকরা হাতিয়েছে হাজার কোটিরও বেশি টাকা
যেখানেই সুযোগ সেখানেই হাজির হয় প্রতারকেরা। ডেটিং অ্যাপের জগতেও হাজির হয়েছে তারা। যুক্তরাষ্ট্র সরকারের হিসাব অনুযায়ী, ২০২১ সালেই ডেটিং অ্যাপগুলোতে ফাঁদ পেতে প্রতারকরা চারশত ৭২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ৫ বছরে ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা প্রতারিত হয়ে খুইয়েছেন সর্বমোট এক হাজার ১২২ কোটি টাকা। যুক্তরাষ্ট্রে যত প্রতারণার ঘটনা ঘটে প্রতি বছর, এর মধ্যে ডেটিং অ্যাপে […]