পাখির জন্য গাছে গাছে মাটির হাঁড়ি
শেখ রাসেল,বাগেরহাট প্রতিনিধি: বেলা গড়িয়ে বিকেল, এরপর সন্ধ্যা। এই সময়টা নীড়ে ফেরা পাখিদের কিচিরমিচির শব্দে সরব হয় চারপাশ। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত শহরটি হলো মোংলা পৌর শহরের শেখ আঃ হাই সড়ক। শহরের ভেতরেই সবুজ গাছ গাছালিতে ঘেরা এই সবুজ শ্যামল পরিবেশ। মোংলায় গাছে হাড়ি বেধে পাখির অভয়াশ্রম গড়ে তুলেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন “পাঁচফোড়ন শীল্প […]