তাসফির রাত্রিযাপন
তাসফি ও শাওন বাসে চেপে যাচ্ছে ভেন্ডাবাড়ী। সেখানে তাসফির মণিলা আপুর বাসা। রাত সাড়ে এগারোটা। তবুও রাস্তায় যানজট। এই সময়ে সাধারণত যানজট থাকেনা। তবে বিশেষ কোন কারণে হয়তো এমন হতে পারে। দুজনে পাশাপাশি সীটে বসে অনাগত দিনের চিন্তা করছে। তাসফি ঘুমের ভান করে শাওনের কাঁধে মাথা রাখে-। শাওনের বুক ঢিবঢিব করছে। জীবনে এই প্রথম কোন […]