মাকে হত্যার দায়ে ২৪ বছর বয়সী হলিউড অভিনেতার যাবজ্জীবন জেল
হলিউডমাকে খুনের দায়ে ২৪ বছর বয়সী হলিউড অভিনেতা রায়ান গ্র্যানথামকে যাবজ্জীবন জেল দিয়েছেন আদালত। ১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রায়ান, মিলবে না কোনো প্যারোল। জানা গেছে, ২০২০ সালে নিজের বাড়িতেই ৬৪ বছর বয়সি বৃদ্ধ মা বারবারা ওয়েটেকে খুন করেন রায়ান। পরে খুনের কথা ‘রিভারডেল’ খ্যাত অভিনেতা রায়ান শিকার করেন আদালতে। এরপর, ২০২০ সাল […]