নড়াইলের মাউলী ইউনিয়নে উদ্বেকজনক হারে বেড়ে চলেছে জমি দখল ও চাঁদাবাজি এ বিষয়ে সমপ্রতিক মোকামঃ বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়েল করা হয়েছে।

মামলা অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা, চাঁদাবাজী ও পরের জমি অবৈধ ভাবে ভোগদখল করা হলো তাদের কাজ। বাদীর পুত্রের ক্রয়সূত্রে মাইগ্রাম মৌজার আর.এস দাগ নাম্বর-৯৬৯, আর.এস খতিয়ান ১৪৩ এবং জমির পরিমান ৬০ শতক ১২/০৯/২৪ মূল মালিকের সাথে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা দিয়ে ক্রয় করে। উক্ত জমিতে রোপন করা ধান বাদী পক্ষ স্বত্ব ভোগদখলের সময় আসামীগণ ১। আবু হানিফ ফকির (৪৮) পিং- হাই মিয়া ফকির ২। জাহিদুল ফকির (৫০) পিং- সত্তার ফকির ৩। আবুল কাসেম রহিদ ফকির (৪০) পিং- লুৎফর ফকির ৪। মকিদ ফকির (৫৫) পিং তবিবার ফকির ৫। ইলা ফকির (৬০) পিং-হাবিজার ফকির ৬। আলি ফকির (৫৫) পিং-সুফিয়ান ফকির খান ৭। মিকাইল খাঁ (৪৫) পিং- মজিবার ১৭/১১/২৪ রাত ২ টায় উক্ত জমিতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাকা ধান কাটার সময় আসামীদের বাঁধা দিলে আসামীরা বাদীকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মারতে এলে বাদী প্রাণ বাঁচাতে দৌঁড়িয়ে পালায় । আসামীদের কাছে মারাত্মক ধারালো অস্ত্র থাকায় বাদী ও স্বাক্ষীগণ আসামীদেরকে কিছু বলতে পারেনি। ১, ২, ৩, ৪ ও ৭ নং আসামী এই জমিতে এলে বাদীকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তারা আরো বলে জমিতে আসতে হলে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দিতে হবে। হুমকি দিয়ে পাকা ধান কেটে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে তথ্য অনুসন্ধানে জানা যায়, কলাগাছির বাবুল মোল্যা, রবিউল ইসলাম, হান্নান শেখ বলেন, এই জমি মো :- মন্নান মোল্লার ছেলে মিলন মোল্যা ক্রয় করেছে কিন্তু এই জমি দখল নিতে হলে তাদের কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে ভোগদখলকারীরা এমটা শুনেছি। এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার লায়েক আলী শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিলন মোল্যা জমি ক্রয় করেছে এবং সেই জমি জোরপূর্বক ভোগদখলকারীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে লোক মুখে শুনেছি কিন্তু আমি সালিশে উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে ৪ নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিলন মোল্যার জমি ভোগদখলকারীরা দখল করে রোখেছে তা নিয়ে সালিশ হয়েছে এবং সেখানে ৫ লক্ষ টাকার দাবি করে। তা নিয়ে কোটে চাঁদাবাজীর মামলা হয়েছে এতটুকু লোক মুখে শুনেছি ।