- পয়গম্বরের অপমান করলে ভয়ানক শাস্তি…!
ফ্রান্সের রাষ্ট্রপতিকে হুমকি জাকির নায়েকের - সারা বিশ্বের একাধিক ইসলামিক রাষ্ট্রের স’ঙ্গে বিরোধ স্পষ্ট হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমেনুয়েল ম্যাক্রোর। ইসলাম ধর্ম সম্প’র্কে তিনি এমন একটি বয়ান দিয়েছিলেন যা বহু দেশের রাষ্ট্রনেতাদের পছন্দ হয়নি। আর তাই ম্যাক্রো এখন সেইসব রাষ্ট্রনেতা ও ইসলাম ধর্মগুরুদের রোষের মুখে পড়েছেন।
- পয়গম্বর মহম্ম’দের কার্টুনের সমর্থন ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা মু’সলিম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আ’ঘাত দেওয়ার অভিযোগ উঠেছে ফ্রান্সের রাষ্ট্রপতির বি’রুদ্ধে। আর এবার তাই নাম না করে ম্যাক্রোকে হু’মকি দিয়ে রাখলেন ইসলামের প্রচারক বলে নিজের পরিচয় দেওয়া জাকির নায়েক।
- পয়গম্বরের কার্টুন আঁকার দায়ে ফ্রান্সে এক শিক্ষকের মুণ্ডচ্ছেদ করেছিল কেউ বা কারা! তার পরই ইসলাম নিয়ে বি’তর্কি’ত মন্তব্য করেছিলেন ম্যাক্রো।
- আর এবার তাই ম্যাক্রোর বি’রুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জাকির। কোরান শরিফ-এর একটি আয়াত তুলে ধরলেন তিনি। ফেসবুকে পোস্ট করে তিনি লিখলেন, আল্লাহর উপর ভরসা রাখা কাউকে গা’লিগা’লাজ করলে ভ’য়ানক শা’স্তি পেতে হবে।
- তিনি পোস্ট করে আরো লিখেছেন, বাস্তবে যারা আল্লাহ্ ও তাঁর উপর বিশ্বাস রাখা মানুষদের গা’লিগা’লাজ করে তাদের এই জীবনে তো বটেই, জীবনের পরেও ভ’য়ানক শা’স্তি ভোগ করতে হয়। জাকির নায়েক সারা দুনিয়ার মানুষদের ফ্রান্সের পণ্য বর্জনের আর্জি জানিয়েছেন।
- কিছুদিন আগে ভারতীয়দের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জাকির। তাঁর দাবি ছিল, পয়গম্বর আল্লাহর নামে কুত্সা রটানো ব্যক্তিদের ইসলামিক রাষ্ট্রগু’লির জে’লে ব’ন্দি করে রাখা উচিত।
- ভারতে বিজেপি ভক্তরাই একমাত্র এমন কাজ করে বলে উল্লেখ করেছিলেন জাকির নায়েক। তিনি বলেছেন, এর পর থেকে সেইসব ব্যক্তিরা কখনও সৌদি আরব বা কোনও ইসলামিক দেশে গেলে তাদের আ’টক করে জে’লে ব’ন্দি করা উচিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।