মনপুরায় পানির নিচে আমনের জমি
রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: পূর্ণিমার জো এবং সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীর অসাভাবিক জোয়ারে মনপুরা উপজেলার প্রায় ৮ হাজার হেক্টর আমন ধানে খেত পানির নিচে। মনপুরা কৃষি অফিস এর তথ্যমতে,মনপুরা উপজেলা আমন আবাদের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে ৯ হাজার হেক্টর। দীর্ঘদিন বৃষ্টি না থাকা পুরোদমে আমন রোপণ না হলেও ৩০ শতাংশ জমিতে ইতিমধ্যে আমন […]