শীতের রাতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন ঠাকুরগাঁওয়ে ডিসি
ঘড়ির কাঁটার টংটং শব্দে জানান দিচ্ছে এখন রাত বাজে ১টা। উত্তরের জেলা ঠাকুরগাঁও শহরে মানুষ সমাগম থাকলেও শীতের দাঁপটে নিস্তব্ধতা। হিম শীতল ঠাণ্ডায় সবার অবস্থা জুবুথুবু। সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষগুলোর। মানুষ যখন পরিবার পরিজন নিয়ে শীত নিবারণের জন্য শুকনা খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। […]