ময়মনসিংহে কোতোয়ালীতে বাদীর পিতা অজ্ঞাত দিয়ে মামলা রেকর্ড
ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানায় হাজির হয়ে শংকর সাহা নামের এক ব্যক্তি অভিযোগ দায়েরে পিতার নাম উল্লেখ করেননি। এ ছাড়াও অভিযোগ দায়েরকারীর পিতার নাম অজ্ঞাত লিখে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার (বার) ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফারুক হোসেন সংবাদদাতা এবং অভিযোগকারীর নাম ও বাসস্থান/ঠিকানা কলামে ৯২, আমপট্রী মেছুয়া বাজার উল্লেখ করে মামলা […]