পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা তথ্য অফিসের সড়ক প্রচার
“স্বপ্নের পদ্মা সেতু” দক্ষিনাঞ্চলের তথা দেশের সকল মানুষের কাছে এখন আর স্বপ্ন নয়, বাস্তব। রাত পেরুলেই সকালে স্বপ্নের পদ্মা সেতু নয় বরং বাস্তব পদ্মা সেতুর শুভ উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণ। আর এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরগুনা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে চালানো হচ্ছে ব্যাপক সড়ক প্রচার, টানানো হয়েছে বিভিন্ন শ্লোগানযুক্ত ফেস্টুন।