লক্ষ্মীপুরের ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট: নিহত ১, আহত ৩
9 লক্ষ্মীপুর জেলাতে বোমা ফাটিয়ে জুয়েলারি দোকানি ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের ব্যবহৃত পিকআপভ্যানের চাপায় সফি উল্যা নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন পথচারী আহত হয়। ডাকাতির সময় ডাকাত দলের সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে জখম করেছে। ঘটনার সময় অপুর ছেলে অমি কর্মকারকেও পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে […]