ডেমরায় দেবরের প্ররোচনায় ভাবীকে মারধর; গ্রেফতার-২
ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় দেবরের প্ররোচনায় লামিয়া আক্তার মীম (২৪) নামে এক গৃহবধূকে ভাড়াটিয়া মহিলাদের মাধ্যমে বেধড়ক মারধর করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মীম সোমবার রাতে ডেমরা থানায় দেবর সাজ্জাদ হোসেনসহ (২৬) তার ফ্ল্যাটের ভাড়াটিয়া ৩ মহিলার বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সিরাজগঞ্জের সদর থানার গুনেরগাতি গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে রাবেয়া […]