ফরিদপুর নগরকান্দা’য় থামছেনা সড়ক ভাঙ্গন
শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের শশা ব্রীজ সংলগ্ন সড়কের কিছু অংশ গত বছরের জুলাই মাসের প্রথম দিকে ধসে পড়ে। এতে সংস্কারের নামে সরকারের অর্থ অপচয় হলেও, কোনো কাজেই আসছে না এই দায়সারা সংস্কার। দীর্ঘদিন ধরে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ, কৃষিপণ্য […]