নরসিংদীতে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
সাইফুর নিশাদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদিতে শ্বশুরশ্বাড়িতে আগুনে দগ্ধত তিশা সাহা (২০) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে সাত দিন চিকিৎসাধীন থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুফ হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় শ্বশুরবাড়িতে আগুনে দ্বগ্ধ হন তিশা। পরে তাকে নরসিংদী […]