মাদ্রাসার সভাপতি আয় ব্যয়ের হিসাব চাইলেন অধ্যক্ষের কাছে, পদত্যাগ করলেন কমিটির ১০ সদস্য!
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে লাউড়ী-রামনগর কামিল(এমএ))মাদ্রাসার অধ্যক্ষের কাছে আয়ব্যয়ের হিসাব চাওয়া এবং ডিসি অফিসে সভা করার নির্দেশনা দেওয়ার প্রতিবাদে গভর্নিংবডির ১০ সদস্য পদত্যাগ করেছেন। অধ্যক্ষের দাবি মাদ্রাসার পরিবর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা করতে চাওয়ায় সদস্যরা পদত্যাগ করেন। তবে পদত্যাগকারী সদস্যদের ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গেছে। পদত্যাগের বিষয়টি জানেননা গভর্নিংবডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা-আইসিটি) শাম্মী ইসলাম। […]