রাবির এগ্রোনমি বিভাগের জৈব সারের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের আয়োজনে ‘মাঠ পর্যায়ে জৈব সারের উৎস ও ব্যবস্থাপনা’ বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকালে জেলার পবা উপজেলার দারুশা গ্রামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার অর্থায়ন করেছেন UKRI, GCRF ও South Asian Nitrogen Hub। এ সময় কর্মশালার প্রধান আলোচক অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান বলেন, মাটির […]